খাগড়াছড়ি প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে এক শতাধিক রোজাদার পরিবারদের পানছড়ি সাব জোনের ঈদের শুভেচ্ছাস্বরূপ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকালে পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ শরীফ আহমেদ অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে সাব জোন কমান্ডার বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আপনাদের জন্য এই ক্ষুদ্র উপহার। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com