

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
সোমবার ১৯ জানুয়ারি পরিদর্শনকালে ভোট কেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কার্যক্রমের পাশাপাশি মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে ০৬টি স্কুলের, বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, নিউলাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়,রুপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বরাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৮৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মারিশ্যা জোন সদরে মাতাব্বর পাড়া ছাত্র সংঘ এর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং বাঘাইছড়ি পৌরসভায় সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই মানব জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কামান্ডার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com