তুফান চাকমা।।নানিয়ারচর।।
রাঙামাটির নানিয়ারচরে সরকারি অফিসারদের বদলি জনিত বিদায়ী ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১মার্চ) দুপুরে নানিয়ারচর অফিসার্স ক্লাব কর্তৃক বিদায়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূয়েন খীসা ও নবাগত কৃষি অফিসার তফু আহমেদকে এই সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী নূয়েন খীসা তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে যোগদান করবেন।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খান এর সভাপতিত্বে ও দি চেঙ্গী চাইল্ড হোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
এতে আরও নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, প্রকৌশলী আব্দুল মজিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তর্ষী সাহা, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর সরোয়ার কামাল, নানিয়ারচর প্রেস ক্লাব সভাপতি মাহাদী বিন সুলতান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মৃতিস্মরণ করতে গিয়ে ডা. নূয়েন খীসা বলেন,
এই উপজেলায় দীর্ঘদিন তাঁর দায়িত্ব পালনকালে সর্বস্থরের জনগণ তাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে নতুন কর্মস্থলে ভালো করার লক্ষ্যে তিনি সকলের দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে নূয়েন খীসাকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com