

তুফান চাকমা।।নানিয়ারচর।।
রাঙামাটির নানিয়ারচর জোন কর্তৃক ''সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প'' এর আওতায় ২টি অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নানিয়ারচর জোনের আওতাধীন বামফিল্যান্ড ও বিহার পাড়া এলাকার দীর্ঘদিন যাবত আর্থিক সংকটের কারণে বিভিন্ন সমস্যায় থাকা দুইটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, (পিএসসি)।
জোন জানায়, দীর্ঘদিন যাবত আর্থিক সংকটের কারণে বিভিন্ন সমস্যায় ভুগছিলো পরিবার দুইটি। এদের একজন বামফিল্যান্ড এলাকার মোঃ দুলাল হোসেন টাকার অভাবে বসত ঘর নির্মাণ করতে পারছিলনা এবং আরেকজন কান্তী লাল দাস টাকার অভাবে তার নাতনির বিয়ের আয়োজন করতে পারছিলনা। বিষয়টি জোন কমান্ডার এর নজরে আসলে উক্ত পরিবার দুইটিকে সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন।
এমতাবস্থায়, মোঃ দুলাল হোসেন'কে তার বসত ঘর নির্মাণের জন্য টিন যার আনুমানিক বাজার মূল্য ১২,০০০ টাকা এবং বিহার পাড়া এলাকার কান্তী লাল দাস এর নাতনির বিবাহের জন্য ৫,০০০.০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com