

।।বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন।
বুধবার (২৭ নভেম্বর) সকালে ঘুমধুমে ৭নং ওয়ার্ডের আজুখাইয়া এলাকায় ইলিয়াছ নামে অবৈধ ইটভাটা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার ইশরাত জাহান ইতু ।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী সরকারি নির্দেশ লংঘনে দায়ের অবৈধ ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও এ সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করেন প্রশাসন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী ভূমি কমিশনার ইশরাত জাহান ইতু বলেন, পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশ কারী ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com