

বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের দায়ের করা মামলায় মো.আলম কোম্পানী (৫০) ও মো. ইমরান(৫৫) নামে দুই ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ৩ টার দিকে চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো চেয়ারম্যান'রা হলেন, নাইক্ষ্যংছড়ি বাইশারি ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী ও একই উপজেলার দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান।
মামলা সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নাইক্ষংছড়ি সদর ইউপির বিছামারা এলাকায় নাশকতার অভিযোগে এই দুই চেয়ারম্যানসহ ৬৮ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। এরই প্রেক্ষিতে আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কোট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com