নিজস্ব প্রতিবেদক রোয়াংছড়ি।।
দীর্ঘ সাত বছর পর বান্দরবানে বিএনপির পাঁচ সদস্যের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামীতে দলের গতিশীল করার লক্ষে সকল কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের কারো ষড়যন্ত্রকারীকে প্রশ্রয় দেওয়া হবে না। এর পাশাপাশি জনসেবা নামে আওয়ামী লীগে দোসর প্রতিনিধিত্ব করছে তারা শুধু প্রকল্প নিয়ে আত্নসাতের পায়তারা করে চলেছে।
বর্তমানে আওয়ামী লীগে দোসরদের নিয়ে প্রশাসন কাজের সহায়তা দিচ্ছেন। তাই আমরা প্রতিটি ইউনিয়নের গৃহীত প্রকল্প তালিকা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব। তাও কোনো কাজ না হলে সংগঠনের কমর্ীদের নিয়ে জেলা প্রশাসককের কার্যালয়ে সামনে মানববন্ধন করা হুশিয়ারি উচারণ করেন আনন্দ মিছিলে বান্দরবান সদর উপজেলা বিএনপি সদস্য সচিব ও প্রধান অতিথি চনুমং মারমা। রোববার
(৯ ফেব্রুয়ারি ২৫) সকালে রোয়াংছড়ি উপজেলা বিএনপির আয়োজনে বান্দরবান জেলা বিএনপির নব আহ্বায়ক ঘোষিত কমিটিতে সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজাকে সদস্য সচিবসহ কমিটিতে সকল সদস্যকে আভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।
বর্ণাঢ্য আনন্দ মিছিলটি রোয়াংছড়ি উসারা লাইব্রেরী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারস্থ মাল্টিপারপাস প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে ওই প্রাঙ্গণে রোয়াংছড়ি উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মংহাইনু মারমা সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি রবিসেন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা, যুগ্ন সম্পাদক চিত্ত রঞ্জন তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক গান্ধী লাল তঞ্চঙ্গ্যা, সাচিং মারমা, বিএনপি নেতা মংকোয়াইচিং মারমা, ইউপি মেম্বার মংক্যউ মারমা, ইউপি মেম্বার মংহ্লাগ্যা মারমা, প্রীতি তঞ্চঙ্গ্যা, উপজেলা যুবদল সভাপতি লুপ্রুমং মারমা, মংক্যওয়াই মারমা, মংবাথোয়াই মারমা, ছাত্রদলে সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যা। এছাড়া জেলা,উপজেলা, ইউনিয়নসহ তৃণমূল পর্যায়ে শতাধিক নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com