উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার রোডের ধলিয়াপাড়া শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগের শতাধিক কোমলমতি ছেলে মেয়েদের কে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ই এপ্রিল) বিকেলে ধুলিয়াপাড়া খেলার মাঠ প্রাঙ্গনে শিক্ষা সামগ্রী বিতরণ পূর্বক এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উক্যসিং মারমার সঞ্চালনায় সভায় ধুলিয়াপাড়া শিক্ষা ফাউন্ডেশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ভদন্ত রাজিন্দা থের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মংউচিং মারমা,ভদন্ত আগাওয়াইসা থের, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল রহমান , সুইথুইমং মারমা ,মিসেস নাইশৈক্রই মারমা,ও গণমাধ্যম কর্মী ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক সংগঠন উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। পড়ালেখায় যথেষ্ট আগ্রহ, ইচ্ছা শক্তি ও বড় হওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝড়ে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীদের। যার কারনে মেধাবী হওয়া সত্বেও অকালে ঝড়ে পড়তে হয় মৌলিক অধিকার নামক শিক্ষা থেকে। ধলিয়াপাড়া শিক্ষা ফাউন্ডেশন এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা একটি মহৎ গুণ। তাই সবাইকে এসব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষা সামগ্রী প্রাপ্ত এই মেধাবী শিক্ষার্থীরা একদিন দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে দেশের অহংকারে পরিণত হবে। দেশের উন্নয়নে তারা অনেক অবদান রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে ফাউন্ডেশনের নীতিনির্ধারকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান শেষে ছেলে মেয়েদের হাতে শিক্ষা সামগ্রীর বিতরণ মাঝে স্কুল ব্যাগ, খাতা,কলম, রাবার, পেন্সিলসহ যাবতীয় সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com