

অংগ্য মারমা, মানিকছড়ি:
খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় একমাত্র সরকারি দ্বিতল রেষ্ট হাউজ ভবন দ্রুত সংস্কার কাজ না হলে; মানিকছড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। যার ফলশ্রুতিতে দিশেহারা দূরে থেকে উপজেলাতে বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ কাজের আসার সরকারি ও বেসরকারি কর্মচারী এবং কর্মকর্তারা।
উপজেলার মানিকছড়ি নদীর তীরবর্তী উপজেলা সরকারি একমাত্র উপজেলা দ্বিতল রেষ্ট হাউজ ভবন নদী ভাঙ্গনের কবলে চারপাশে বাউন্ডারী পাকাঁ ওয়ালে মধ্যে রেষ্ট হাউজ উত্তর প্বাশেই। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। রেষ্ট হাউজে উত্তর প্বাশেই বাউন্ডারি ওয়াল ভেঙে বড় বড় গর্ত হয়ে গেছে। দ্রুত সংস্কার না হলে ভবনটি ঝুঁকিতে রয়েছে। দ্বিতল ভবন থেকে পলেস্তরা বা দেয়ালের অংশ খসে পড়া একটি মারাত্মক বিপজ্জনক অবস্থা আছে। যা প্রায়শই অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ অভাব রয়েছে।
দীর্ঘদিন ধরে এই রেষ্ট হাউজ উত্তর প্বাশেই বাউন্ডারী পাকাঁ ওয়াল মানিকছড়ি নদী ভাঙন অব্যাহত থাকলেও কারও কোনো প্রকার পদক্ষেপ নেই সেদিকে।চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের কেপিএম এলাকায় বিদ্যুৎ অফিস বিপরীতে উপজেলা পরিষদ রেষ্ট হাউজ ভবন অবস্থিত। এতে করে নদীর ভাঙনের ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন একমাত্র সরকারি কোটি টাকা সম্পদ দ্বিতল রেষ্ট হাউজ ভবন ।
গত (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন ও মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া সরেজমিনে ঘুরে দেখেন, দীর্ঘদিন ধরে মানিকছড়ি নদীর ভাঙন এবং বর্ষা মৌসুমে পানি স্রোতে কারনে নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে এখনো কোনো প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়নি। খাগড়াছড়িতে পানি উন্নয়ন বোর্ড অফিস না থাকায় কর্মকর্তা সাথে যোগাযোগ করাও সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া বলেন, মানিকছড়ি উপজেলা আধুনিক একটি রেষ্ট হাউজ খুবই প্রয়োজন। কারণ উপজেলাটি খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রবেশ ধারে রয়েছে। মানিকছড়ি উপজেলায় বিভিন্ন দপ্তরের গুরুন্তপূর্ণ কাজের কর্মকর্তারা আসেন। অনেকে ডিসি পার্ক ঘুরতে আসলেও রাত্রি যাপনে ব্যবস্থা না থাকার রাত হলেও ঝুঁকি নিয়ে ফেরতৎ চলে যান। সেজন্য দ্রুত ভবনটি সংস্কার প্রয়োজন। সম্ভব হলে নতুন একটি উন্নত মানের রেষ্ট হাউজ ভবন নির্মাণ করা ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে প্রস্তাব রাখবেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন জানান, উপজেলা রেষ্ট হাউজ পাশ্বেই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে খবর পেয়ে পরিদর্শন করেছেন। নদীর ভাঙন রোধে এবং রেষ্ট হাউজ সংস্কারে জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা সাথে যোগাযোগ করে দ্রুত সংস্কার বিষয়ে বরাদ্দ চাওয়া হবে। এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পরিষদ চেয়ারম্যান আন্তরিক সহযোগিতা পেলে নতুন একটি ভবন নির্মাণ করা করবেন বলে জানান।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com