উপজেলা প্রতিনিধি।। থানচি।।
সারা দেশের ন্যায় বান্দরবানের থানচি উপজেলা
জাতীয় যুব দিবস যথাযথ মর্যাদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে। যুব দিবসের উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, যুব সমাবেশ, সংগঠন নিবন্ধন, বৃক্ষরোপণ এবং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ।
শুক্রবার সকালে উপজেলা পরিষদের চত্তর থেকে এই কর্মসূচির প্রধান অথিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ( ইউএনও) রাকিব হাসান চৌধুরী ।
"দক্ষ যুব গড়বে দেশ " বৈষম্যহীণ বাংলাদেশ প্রতিপাদ্যে বর্নাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভায় উপজেলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা,সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানা উপ- পরিদর্শক তপন কান্তি দে, সমবায় কর্মকর্তা খোকন চন্দ্র রায়,পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জমির উদ্দিন সরকার, কৃষি বিভাগের উপসহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিদ দাশ গুপ্ত, প্রমূখ।
এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকসহ বিভিন্ন যুব সমবায় সমিতি / ফোরামের নেতৃবৃন্দ স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন। সভা শেষে কয়েকটি যুব সমিতি ফোরামকে যুবাদের ঋণের চেক বিতরণ, যুবা সংগঠন , বৃক্ষরোপণ এবং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন উপস্থিত অথিতিরা।
বক্তারা বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার, সম্প্রদায়িক সম্প্রীতি,উন্নয়ন, দেশ বিনির্মানের যুবকরা এগিয়ে আসতে হবে। স্বৈরাচার বৈষম্য শাসন দেশ এগিয়ে যেতে পারে না, এবং টেকসই উন্নয়নের এক মাত্র বাঁধা হলো স্বৈরাচার ও স্বৈর শাসন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com