মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি।।
মহান বিজয় দিবসে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে বাঘাইছড়ি জামায়াত ইসলামি উপজেলা শাখার উদ্যােগে জামায়াত ইসলামীর স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াত ইসলামি বাঘাইছড়ি উপজেলা আমীর ও জেলা শূরার সদস্য কবির আহম্মেদ এর সভাপতিত্বে এবং উপজেলা অফিস সম্পাদক মোঃআবুল হোসেনের পরিচালনয় উপজেলা জামায়াতে ইসলামীর টিম সদস্য মোঃঅব্দুল কাইয়ুম বক্তব্য রাখেন।
এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামির দায়িত্বশীল ডা.সরদার আব্দুর রহিম প্রমুখ।
উপজেলা আমীর বক্তব্যে তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে আওয়ামী লীগ পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবী করে তা কখনও কাম্য নয়। বাংলাদেশের সকল জনগণ মিলে এই দেশটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসার আহবান জানান।
আব্দুল কাইয়ুম বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত এই দেশটাকে তাদের তাবেদারী রাষ্ট্র হিসেবে পরিচালিত করতে চায় কিন্তু এই দেশের তাওহীদি জনতা বেঁচে থাকতে তা কখনও হতে দেওয়া হবে না।তিনি আরো বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com