মিল্টন চাকমা কলিন, মহালছড়ি।।
আওয়ামী লীগ'র দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মহালছড়ি শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর ৩ টার দিকে মহালছড়ি উপজেলা বিএনপি'র সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল হক এর নেতৃত্বে মহালছড়ি উপজেলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপি'র সভাপতি আনোয়ার হোসেন'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক এবং উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা।
এই সময় বক্তারা বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পয়তারা করছে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com