

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ থেকে দোসর ভূঁইয়াছড়া জুনোপহর একাদশ ক্লাবে চেয়ার বিতরণ করা হয়েছে ।
বুধবার ২৮ মে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অধীনস্থ দোসর বিজিবি ক্যাম্পের দায়িত্ব পূর্ন এলাকার দোসর ভূঁইয়াছড়া জুনোপহর একাদশ ক্লাব এর সভাপতি ইন্দ্রোজিত চাকমা এর নিকট প্লাস্টিক চেয়ার প্রদান করা হয়।
এসময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য জনকল্যানমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com