
রুমাবার্তা ডেক্স।।
আগামী দুই সপ্তাহের মধ্যে খুলে দেওয়া হবে বান্দরবানের রুমা উপজেলায় একটিমাত্র পর্যটন স্পট বগালেক এমনটা আশ্বাস দিয়েছেন রুমার জোনে সুদৃঢ় ছত্রিশ বীরের ৭৮৮৮ মেজর মেহেদী হাসান সরকার,পিএসসি।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, রুমা উপজেলায় পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে আলাদা পর্যালোচনা টিম গঠন করে দ্রুত সময়ের মধ্যে একটিমাত্র (বগালেক) পর্যটন স্পট উন্মুক্ত করা হবে পর্যটকদের জন্য। পরে পরিস্থিতি ভালো হলে আস্তে ধীরে সব পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হবে।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,রুমা জোনে ৩৬বীরের ক্যাপ্টেন ইফতেখারুল কাশেম চৌধুরী, রুমা থানার এসআই মো: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদে প্রশাসনিক কর্মকর্তা মিলন মারমা, বাজার পরিচালনা কমিটি সভাপতি খলিলুর রহমান, সাঙ্গু কলেজের সহকারী অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা, রুমাবার্তা অনলাইন নিউজ পোর্টালে ভারপ্রাপ্ত সম্পাদক হ্লাথোয়াইচিং মারমা (ভিক্ষু), বিভিন্ন পত্রিকার সাংবাদিক, রাজনীতিবিদ মোহাম্মদ ইদ্রিস মিয়া ও পলাশ চৌধুরী, ট্যুরিস্ট গাইডের সহ-সভাপতি সাফুল বড়ুয়া, পর্যটন ব্যবসায়ীগণ ও বগালেক পাড়ার কারবারিসহ আরো অনেকে প্রমুখ।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com