

উপজেলা প্রতিনিধি।।থানচি।।
বান্দরবান জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন,ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরবর্তী স্থানীয় সরকার কাঠামো ভেঙে দেয়ার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। বান্দরবানে থানচি উপজেলা তিন জন সদস্য নিযুক্ত করা হয়েছে। সেটি থানচিবাসীদের গর্ব। তিনজন সদস্যদের সমন্বয়ের থানচি উপজেলা প্রেস ক্লাবের ভবনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা আগামি বাজেটে গ্রহন করা হবে। গত ১৫ বছর থানচি উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া পেশার সাথে জড়িত সাংবাদিকদের অবহেলা করানো হয়েছিল। সাংবাদিকরা সত্য বস্তুনিস্ট সংবাদ পরিবেশন করে জনগনের মূখপাত্র হিসেবে কাজ করার আহবান জানান তিনি।
রবিবার ০৮ ডিসেম্বর দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত অধ্যাপক থানজামা লুসাই সাথে থানচি প্রেসক্লাব সদস্যের সৌজন্য সাক্ষাৎকার কালে উপরোক্ত কথা বলেন।
এ সময় জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ সভাপতি রেম্বো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, কোষাধক্ষ্য চিংথোয়াইঅং মারমা, মটি ত্রিপুরা, হিমংপ্রু মারমা সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুপম
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com