নিজস্ব প্রতিবেদক, থানচি।।
থানচিতে অসহায় গরীব ও হতদরিদ্র শতাধিক রোজাদার পরিবারের মাঝে ইফতারের সুস্বাধু খাদ্য সামগ্রী বিতরণ করেছে কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)।
বুধবার (১২ মার্চ) বিকালে বলিপাড়া ব্যাটালিয়ন প্রাঙ্গন পরিজাত চত্ত্বরে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৮ বিজিবি) এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ৩৭ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের ব্যবস্থাপনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার জেলার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান, এসবিপি ও এসপি,বিএসপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিটি উপহারের খাদ্য সামগ্রী প্যাকেজের রয়েছে চাউল ৫ কেজি, তৈল ১ লিটার, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, লাচ্ছা সেমাই ১ কেজি প্যাকেজ ।
অনুষ্ঠানে বান্দরবান জেলার সেক্টরের অধিনায়ক কর্নেল মাহমুদুল হাসান, পিবিজিএম,বিপিএম(সেবা) পিএসসি। থানচি উপজেলার (৩৮ বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল মো: জহিরুল ইসলাম জি আটিলারীসহ বলিপাড়া ব্যাটালিয়ানের বিজিবি'র বিভিন্ন শ্রেনির কর্মকর্তা, সৈনিক, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com