নিজস্ব সংবাদদাতা।।থানচি।।
আসন্ন সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর ২০২৪) সকালে বান্দরবান সেনা রিজিয়নের ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক তত্ত্বাবধানে বাকলাই পাড়া সাব জোনের প্রাঙ্গনে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন বাকলাই পাড়া সাব জোনের কমান্ডার মেজর মহেববুল্লাহ্ সাদী।
এসময় দোলাচরণ, বল্লম, কংলাই এবং কাইথন এলাকার সনাতনী ধর্মাবলম্বী নারী ও পুরুষের হাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চাউল, ডাল, তেল, ময়দা, লবন, সেমাইসহ ১২ ধরণের সামগ্রী নিয়ে তৈরিকৃত একটি করে উপহার বক্স প্রত্যেকটি এলাকাবাসীর জন্য পাড়ার কারবারীর হাতে তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাবজোন কমান্ডার মেজর মহেববুল্লাহ্ সাদী বলেন, সনাতনী সমাজের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এবং পূজার আনন্দ সকলের মধ্যে ভাগাভাগি করতে আগামীতেও এই ধরণের সেনাবাহিনীদের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com