
নিজস্ব প্রতিবেদক।।থানচি।।
বান্দরবানের থানচিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
আজ রবিবার(২৩মার্চ) দুপুরে থানচি বলিপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং পাড়ার বৌদ্ধ বিহার প্রাঙ্গণে, জেলা পরিষদ বাস্তবায়নের, ইউএনডিপির সহযোগিতায়, কানাডা সরকারের অর্থায়নে, বিশ্ব পানি দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
করলিয়া প্রজেক্টের কমিউনিটি ফ্যাসিলিটেটর জেমস বম উপস্থাপনায় অনুষ্ঠানে বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিউনিটি রেসিলিয়েন্স থ্রুথ লোকালি-লীড ইনক্লুসিফ এডাবটেশন (করলিয়া) প্রজেক্ট দলের নারী সদস্যদের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ব পানি দিবস পর্যবেক্ষণের পটভূমি ও ইতিহাস, হিমবাহ সংরক্ষণ, দিবস পালনের তাৎপর্য ও পার্বত্য চট্টগ্রামের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পানির উৎস সংরক্ষনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com