।।থানচি প্রতিনিধি।।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগিতায়, বান্দরবানের থানচিতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে থানচি বলিপাড়া বিএনকেএস প্রকল্প অফিস হল রুমে "করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের করা সহনশীলতা" এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষি উপ সহকারী অফিসার মংচ্চপ্রু মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গণি, বলিপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার পিতরাং ত্রিপুরা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, মানুষের জন্য ফাউন্ডেশন, পিআরএলসি প্রকল্প, পিসি উক্যমং মারমা ও প্রজনন স্বাস্থ্য ও জেন্ডার সমতা প্রকল্প, ট্রেনিং অফিসার পারমিতা চাকমাসহ পাড়ার কারবারি, সচেতন নাগরিক ও বিভিন্ন পাড়া থেকে নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com