অনুপম মারমা।। থানচি।।
বান্দরবানের থানচিতে জনগণের নিকট ফোরাম হস্তান্তর ও কর্ম এলাকা ফেইজ আউট সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের এনজিও সংস্থা
বাংলাদেশে খ্রিস্টান উন্নয়ন কমিশন (সিসিডিবি) সিপিআরপি প্রকল্পের আয়োজনে উপজেলা অডিটরিয়ান হলে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা অনুষ্ঠিত সভায় সিসিডিবি এরিয়া ম্যানেজার হ্লামংপ্রু হেডম্যান সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি কর্মসূচী কর্মকর্তা প্রভূ রজ্ঞন চাকমা, সমবায় অধিদপ্তরে সহকারী পরিদর্শক মিথোয়াই চাক,সাংবাদিক অনুপম মারমা, সদর ইউনিয়নের কর্মকর্তা (সচীব) চমংউ মারমা, ফোরামে সভানেত্রী রিতা ত্রিপুরা, সাবেক ইউপি সংরক্ষিত মেম্বার ডলিচিং মারমা, ফোরামের নেতা ইউজ ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় সিসিডিবি পরিচালিত থানচি উপজেলা ২০ টি সমিতি ও ফোরামের সভাপতি সম্পাদক ও সদস্যরা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।
সভা শেষে উপজেলা ২০ টি সমিতি ও ফোরামের সদস্যদের সিসিডিবি পক্ষের জনগণের নিকট ফোরাম হস্তান্তর ও কর্ম এলাকা ফেইজ আউট
চুক্তির হস্তান্তর করা হয়।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com