।।থানচি প্রতিনিধি।।
থানচিতে পাহাড়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক করনীয় শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে স্থানীয় মেঘবর্তী রিসোর্ট সেন্টার হল রুমে অনুষ্ঠিত কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নিজাম উদ্দিন।
স্বেচ্ছা সেবী সংগঠন কারিতাস বাংলাদেশ'র সিপিপি পিএইপি- ২ প্রকল্পের আওতায় এর আয়োজন করেন। কারিতাসের প্রকল্পের মাঠ সহায়ক নুম্রাউ মারমা সঞ্চালনায়, মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা,মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহকারী প্রধান মো: এমরাণ হোসেন,সমাজ সেবা অধিদপ্তরে সুপারভাইজার মোহাম্মদ আমির হোসেন, কারিতাসের প্রকল্প মাঠ সহায়ক ছাইন থোয়াই গ্য চাক প্রমূখ। কর্মশালা শতাধিক নর- নারী স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।
বক্তারা, প্লাস্টিক বোটল জাতীয়,পলিথিন ব্যাগ বর্জন,গাছ কাটা,পাথর,বালির উক্তোলন করার থেকে বিরত থাকার, যেখানে সেখানে ময়লা অবর্জনা ফেলানো থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com