চিংথোয়াইঅং মারমা।।থানচি।।
বান্দরবানের থানচিতে সুজন বড়ুয়া (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৪ জুলাই) সকালে থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাগান পাড়ায় এ ঘটনা ঘটেছে। মৃত সুজন বড়ুয়া পটিয়া উপজেলার গয়াল পাড়া নন্দন বড়ুয়া ছেলে বলে জানিয়েছেন পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বিগত ৭ বছর আগে প্রেম করে মৃত সুজনের সাথে নাইমেচিং বিয়ে করেছিলেন। তাদের বর্তমানে পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে। গতকাল রাতের খাবার খেয়ে যে যার ঘরে রুমে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে বাড়ি উঠানে সুজনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার শুশুর দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এরপরে থানা খবর দেয়। তবে কী কারণে সে আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত এর প্রকৃত ঘটনা জানা যায়নি বলেও জানান তারা।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, সকালে গলায় ফাঁস খেয়ে একজনের মৃত্যু খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com