।।থানচি প্রতিনিধি।।
"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে থানচিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মুহাম্মদ আছিফ উদ্দিন মিয়া সভাপতিত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি খামলাই ম্রো,স্বাস্থ্য কমপ্লেক্স'র আবাসিক চিকিৎসক ডা: মো: আবদুল্লাহ আল নোমান, উপজেলা ফায়ার ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান মৃদা,থানচি থানা উপ-সহকারী পরিদর্শক মো: আলমগীর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা, ভাগ্য চন্দ্র ত্রিপুরা,জিয়াঅং মারমাসহ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক যে কোন দুর্যোগের জন্য অগ্রীম প্রস্তুতিমূলক ব্যবস্থা ও সচেতনতার উপর জোরালো গুরুত্ব দিয়ে বৃক্ষ রোপন ও সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করা হয়। যে কোন দুর্যোগের সময় আতংঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সহিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।
আলোচনা শেষে থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়- ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com