নিজস্ব সংবাদদাতা।।থানচি।।
বান্দরবানের থানচিতে গত ৫ আগস্ট পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের পরে অদ্যবধি থানচি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইন ২০১৮ বিধি মোতাবেক বজায় রাখতে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মাঠে কাজ করেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর ২৪ইং) সন্ধ্যা ৬টা থেকে থানচি উপজেলায় আলিকদম,বান্দরবান সড়কের জিরো পয়েন্ট ও থানচি সাংগু সেতু,বাস স্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই করা হয় এবং হেলমেট পরিধান না করায় দুটি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও রাকিব হাসান চৌধুরী।
তিনি বলেন, বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি কাগজপত্র মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। যানবাহন দুর্ঘটনা হতে রক্ষার পাওয়ার জন্য সচেতনমূলক পরামর্শে প্রদানসহ ভবিষ্যৎ দুর্ঘটনা রোধ ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বৃদ্ধি পাবে।
এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে । এসময় লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই করা হয় এবং হেলমেট পরিধান না করায় দুটি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com