উপজেলা প্রতিনিধি।।থানচি।।
আর আমরা পিছিয়ে নয়, আমরা ও স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, সমাজের বাল্য বিবাহকে রুখবো লক্ষ্যে ছোট ছোট নাটিকা,পাহাড়ে ১১ ক্ষুদ্র- নৃগৌষ্ঠিদের হারিয়ে যাওয়ার পুরোনো দিনের ঐতিহ্যবাহী গানের ,নৃত্য ও কবিতা, আবৃত্তি মাধ্যমে নিজেদের জানান দিয়েছে এবং কেক কেটে ১ দিনের আনন্দ ও মিলন মেলা পরিনত করেছে বান্দরবানে থানচি উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা।
আজ হবে মাতামাতি, আমরা খাব চড়ুইবাতি প্রতিপাদ্যে ক্লাস পার্টি ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল ১০টায় বালিকা উচ্চ বিদ্যালয়ের আড়াইশ শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ আয়োজনের বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ক্লাস পার্টি ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানের পালাক্রমে দুই শিক্ষার্থীদের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা সভাপতিত্ব করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও রাকিব হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বারিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, প্রথম আলো সাংবাদিক বৌদ্ধজ্যোতি চাকমা, নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ,পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জমির উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা,সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্নো, সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন। বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ প্রায় আড়াইশত শিক্ষার্থী স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com