।।বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান থানচি উপজেলার দুর্গম এলাকা তিন্দু ইউনিয়নের ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি বসত ঘর আগুনে পুড়ে গেছে।
শুক্রবার (১৭ মে) সকালে তিন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডে থুইসা খিয়ান পাড়ার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, থানচি সদর থেকে দক্ষিণ পূর্বে প্রায় ৮০ কিলোমিটার দুরে থুইসা খিয়ান পাড়ার একজনের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পার্শ্ববর্তী বসত বাড়ি সমূহে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে, অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের পর্যটকদের জন্য নির্মিত কটেজসহ মোট ১১টি বসত ঘরের থাকা চাউল, ধান, ভোটার আইডি কার্ড ছেলে মেয়েদের বই বিভিন্ন মালামাল আগুনে পুড়ে যায় এবং আগুন নিভাতে গিয়ে ৩ জন গুরুতর আহত হয়।
খবর পেয়ে বিজিবি সদস্যরা আহতদেরকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প এর মেডিকেল সহকারী টিম প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে, এবং আগুন নিভানো ও পার্শ্ব ঘরবাড়ি ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতরা বর্তমানে আশঙ্কা মুক্ত।
২নং তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, তার ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড থুইসা পাড়ায় আগুনে ১১টি বসত ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা বেশী হবে ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com