

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাঘাইছড়ি উপজেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং পাহাড়ি-বাঙ্গালী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থেকে শান্তি ও সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে__খাগড়াছড়ি সেনা রিজিয়ন কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
আজ সোমবার ২৯ ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় মারিশ্যা জোন (২৭বিজিবি) এর আয়োজনে মারিশ্যা জোন সদরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃক বেসামরিক প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি।
রিজিয়ন কামান্ডার বলেন, এই অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থেই আমরা কাজ করে যাচ্ছি। অবৈধ কার্যক্রম, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা বিভ্রান্তিমূলক অপপ্রচারণায় বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নিরাপত্তা বাহিনী সবসময় বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও মানবিক সহায়তার মাধ্যমে এই অঞ্চলের জীবনমান উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মারিশ্যা জোনের জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন) অধিনায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ, স্থানীয় জনপ্রতিনিধি, বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিগন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com