নিজস্ব প্রতিবেদক, থানচি।।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যের তারুণ্যে উৎসবের মেতে উঠেছে বান্দরবানে থানচি উপজেলার সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী সকালের এক বর্নাঢ্য শোভাযাত্রা করেন ৫শতাধিক শিক্ষার্থী জনগুরুত্বপুর্ন স্থানের এক বর্নাঢ্য শোভাযাত্রা
করেছে।
থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের আয়োজনের পরিবেশ রক্ষা করি পলিথিন ও প্লাস্টিক বর্জন করি প্রতিপাদ্যের নিজের সচেতন হই অন্যকে সচেতন করি তারুণ্যে উৎসবের জনসচেতনতায় প্রচারনা মিলিত হয়েছে।
জনসচেতনতা মূলক শোভাযাত্রায় একাত্বতা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান চৌধুরী, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহকারী প্রধান বিপুল বড়ুয়া,সহকারী শিক্ষক মনিরুল জামানসহ অন্যান্য শিক্ষক গন্যমান্য ব্যক্তিবর্গ স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com