
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়ে অনেক পর্যটক।
মঙ্গলবার ৫ আগস্ট সকাল থেকে সাজেক মাচালং বাজার সংলগ্ন সড়কে অতি বৃষ্টির কারনে মাচালং নদীর পানি বেড়ে থেকে সাজেকের সাথে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে স্থানীয়রা বিকল্প উপায়ে সাজেকে আটক পর্যটকদের পারাপার করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন ‘আটকে পড়া অনেক পর্যটক সড়কে ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com