নিজস্ব প্রতিবেদ।।থানচি
ঢাকায় আদিবাসী শিক্ষার্থী-জনতার ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানের থানচি উপজেলার অনুষ্ঠিত হয়েছে। থানচি উপজেলা সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে বৃহস্পতিবার ১৬ জানুয়ারী দুপুর আড়াইটা উপজেলা মুক্ত মঞ্চ থেকে শুরু করে উপজেলা প্রধান সড়কে বাজার পর্যন্ত প্রদর্ক্ষিণ করে সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের উপজেলা (বিএমএসসি) সহ-সভাপতি ক্যহাইসিং মারমা সভাপতিত্বে ম্রোঃ এসোসিয়েশন সংগঠনের সভাপতি কলাই ম্রোঃ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ইউরোপিয়ান ইউনিভার্সিটি শিক্ষার্থী জয় মারমা, উপজেলা আদিবাসী ছাত্র ও যুব সমাজের নেতা (সমন্বয়ক) সিংওয়াইমং মারমা, উপজেলা আদিবাসী ছাত্র ও যুব সমাজের নেতা (সমন্বয়ক) মংমে মারমা, ছাত্র সমাজের নেতা উক্যবু মারমা, খুমী এসোসিয়েশন সংগঠনের সাধারণ সম্পাদক থংলে খুমী, ত্রিপুরা এসোসিয়েশন সংগঠনের সভাপতি আসাবান ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশের বক্তারা দাবী করেন, পাঠ্যপুস্তক থেকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেয়ার প্রতিবাদে বিক্ষোভকারী আদিবাসী শিক্ষার্থী-জনতার ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। নবম-দশম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি' বইয়ের পেছনের প্রচ্ছদে 'আদিবাসী' শব্দ সংবলিত একটি গ্রাফিতি স্টুডেন্ট ফর সভারেন্টি নামের এক সংগঠনের দাবির মুখে বাতিল করে সরকার। পুনরায় এটি সংযোজনের দাবিতে বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আদিবাসী শিক্ষার্থী-জনতা। এই বিক্ষোভ কর্মসূচিতে স্টুডেন্ট ফর সভারেন্টি হামলা চালালে বেশ কয়েকজন আহত হন।
বক্তারা আর ও দাবী করেন, 'আমরা আদিবাসীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাচ্ছি এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই ন্যাক্কারজনক হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের জোর দাবি করেন।
অনুপম
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com