নিজস্ব প্রতিবেদক।।
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সদস্য (এমপি) নির্বাচিত হলেন রাঙ্গামাটির জ্বরতি তঞ্চঙ্গ্যা।
বুধবার(১৪ ফেব্রুয়ারী) দুপুর ১২:০০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমপি'র বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। সভায় সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে মনোনীত মহিলা আসনে তালিকায় ৪৮ জনের মধ্যে ৪৬ নাম্বারে জ্বরতি তঞ্চঙ্গ্যা' জেলা রাঙ্গামাটির নাম উল্লেখ রয়েছে ।
তার পারিবারিকসূত্রে আরো জানা গেছে, জ্বরতি তঞ্চঙ্গ্যা'র পিতা মৃত: পদ্ম মুনি তঞ্চঙ্গ্যা,মাতা- গুয়ামালা তঞ্চঙ্গ্যা,চার ভাই এবং দুই বোনের মধ্যে সে ছোট বোন। এবং বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা'র ছোট বোন। বিবাহ সূত্রে রাঙ্গামাটি সদর উপজেলা জীবতলী ইউনিয়নের হাজাছড়ি এলাকার বাসিন্দা হলেও জন্মস্থান বিলাইছড়ি উপজেলার কুতুব দিয়া গ্রামে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com