উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে অবৈধভাবে পাচারকালে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ক্যচিংমং মারমা নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ক্যচিংমং মারমা ২ নং রাইখালী ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
ওসি আরোও জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭ টা ২০ মিনিটে থানার এসআই টিটু চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর রাইখালী বাজার সংলগ্ন টেকের মোড় টু রাইখালী বাজারগামী মাঝিপাড়াস্থ পাকা রাস্তার উপর হতে অবৈধভাবে পাচারকালে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ক্যচিংমং মারমাকে আটক করা হয়।
পুলিশ জানান আটককৃত ক্যচিংমং মারমার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে শুক্রবার তাঁকে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com