মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
গনহত্যা দিবস উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৫ মার্চ গনহত্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কাচালং সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামাল হোসেন মীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক হোসেন সরকার প্রমুখ।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বর আচরণের প্রতি নিন্দা জ্ঞাপন করেন। বর্তমান প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাসা জানানোর জন্য সরকারের পাশাপাশি সকলকে ভুমিকা রাখার জন্য আহবান জানানো হয়।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com