আকাশ মারমা মংসিং।।বান্দরবান।।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব "বড়দিনকে" সামনে রেখে খ্রিস্টান পল্লীতে উপহার দিয়েছে ৬৯ পদাতিক সেনারিজিয়ন।
সোমবার সাড়ে এগারোটায় সদর সেনাজোন শেডে বড়দিন উৎসব উপলক্ষে আর্থিক উপহার প্রদান করা হয়।
রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম- মহল্লায়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্যাথলিক চার্চে ৬২ জনকে তিন লক্ষ টাকা প্রদান করেন ৬৯ পদাতিক রিজিয়নে জিএসও ২ শায়েদ উজ জামান।
৬৯ পদাতিক রিজিয়নে জিএসও ২ শায়েদ উজ জামান বলেন, বড়দিন উৎসবের দিনে বিভিন্ন চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। আগামীতেও সকল সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস প্রদান করেন সেনারিজিয়ন।
অনুষ্ঠানে ৬৯ পদাতিক রিজিয়নের ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী জিএস ও- ৩সহ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com