সাইফুল ইসলাম।।রামগড়।।
খাগড়াছড়ি সাবেক জেলা পরিষদ সদস্য ও বার সভাপতি আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি পুলিশ।
১৪ ডিসেম্বর (শনিবার) রাত ৮ টার দিকে জেলা শহরের মধুপুর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশুতোষ চাকমা খাগড়াছড়ি আইনজীবীদের সংগঠন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য থাকলেও সাবেক এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরার অপকর্মের মূল হোতা হিসেবে পরিচিত।
ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, রাত ৮টার দিকে মধুপুরের আশুতোষ চাকমার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ২০টির অধিক মামলা রয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com