জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব উপহার শুভেচ্ছা দেওয়া হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহাবুবুল আলম ও বঙ্গমিত্র চাকমা উপস্থিত থেকে উপহার হিসেবে বিতরণ করেন।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তালিকাভুক্ত ৬১টি মসজিদ ও ৬টি মাদ্রাসাকে ৪ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। পাশাপাশি, তালিকাভুক্ত না হওয়া ২০টি মসজিদে ১ হাজার টাকা করে ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহাবুবুল আলম।
এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার লক্ষ্য রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com