খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। ঘটনার পর থেকে রহিন্তু চাকমা ওরফে ত্রিপল চাকমা নামে আরও এক ইউপিডিএফ সদস্য নিখোঁজ রয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-রবি চাকমা ও বিমল চাকমা।
অংগ্য মারমা অভিযোগ করে বলেন, 'দূরছড়ি গ্রামের নিজ বাড়িতে তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা, শান্ত চাকমা ওরফে বিমল ও রহিন্তু চাকমা ওরফে ত্রিপল সেখানে অবস্থান করছিলেন। অতর্কিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) মারা গেছে'।
[caption id="attachment_734" align="alignnone" width="283"] ছবি: সংগৃহীত।[/caption]
এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছেন সংগঠক অংগ্য মারমা। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ।
এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, 'লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।'
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com