খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারায় বাসচাপায় শহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
[caption id="attachment_704" align="alignnone" width="300"] আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ির গুইমারায় বাসচাপায় শহিদুল ইসলাম নামে এক মোটরচালক মৃত্যু হয়েছে। ছবি: রুমা বার্তা[/caption]
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গুইমারা উপজেলার হাতিমুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি চট্টগ্রাম জেলা মহাড়কের গুইমারা উপজেলার হাতিমুড়া নামক স্থানে শান্তি পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, শান্তি পরিবহনের একটি বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মোটর সাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত মোটর সাইকেল আরোহীকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাস চালক পলাতক রয়েছেন। বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলেও জানান ওসি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com