জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) শেফালিকা ত্রিপুরা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুন্দর সমৃদ্ধ দেশ গড়ি—এ লক্ষ্য অর্জনের জন্য আধুনিক চাষাবাদ ও প্রযুক্তি নির্ভর খামার ব্যবস্থাপনা অপরিহার্য।”
সোমবার (১৮ আগস্ট) পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, খাগড়াছড়িতে মাছের চাহিদার অর্ধেকেরও কম স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। ফলে প্রতিবছর পার্শ্ববর্তী জেলা থেকে মাছ আমদানি করতে হচ্ছে। এই ঘাটতি পূরণে আধুনিক চাষাবাদ ও প্রযুক্তি নির্ভর খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তারা।
জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ ও পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।
মৎস্য সপ্তাহ উপলক্ষে জলাশয়ে পোনা অবমুক্তকরণ, খামারিদের প্রশিক্ষণসহ নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com