

বিনোদন।।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসন্ন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গানে মাতাবেন পপ তারকা শাকিরা। আগামী ১৪ জুলাই কোপার মঞ্চে এবারই প্রথম পারফর্ম করবেন কলম্বিয়ান এই শিল্পী।
মার্কিন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। আর সেখানেই প্রায় ৫৪ হাজার লোকের সামনে মঞ্চ মাতাবেন শাকিরা। স্থানীয় সময় রোববার রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্য বিরতিতে পারফর্ম করার কথা রয়েছে এই শিল্পীর।
গ্যালারি ভর্তি দর্শক ছাড়াও এদিনের ফাইনাল খেলা দেখতে প্রস্তত রয়েছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। তারাও পর্দায় দেখতে পাবেন শাকিরার পারফর্ম।
উল্লেখ্য, বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল ৬ টায় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময় টিভি পর্দায় শাকিরাকে দেখতে পাবেন দর্শকেরা।
প্রসঙ্গত, ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাকিরা। গানটি এখনও ফুটবলপ্রেমীদের মুখে মুখে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com