প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৮:২১ এ.এম
কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্স রিপোর্ট।।
তিনটি ব্যাংকে ডাকাতি, অস্ত্রলুট ও ব্যাংক ম্যানেজার অপহরনের ঘটনায় যারা জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (৬এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের এলাকায়, আনসার সেনানিবাস, জামে মসজিদ ও সোনালী ব্যাংক পরিদর্শন কালে রুমা উপজেলা কমপ্লেক্সে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন।
তিনি আরো বলেন, আজ থেকে ব্যাংকে ডাকাতি, অস্ত্রলুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে এবং এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করবে।
এছাড়া এ ঘটনায় গোয়েন্দাদের ব্যর্থতা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বিজিবি প্রধান মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ভিডিপি'র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম,বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মেহেদী হাসানসহ উর্ধ্বতন কর্মকর্কাগণ আরো অনেকে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com