নিজস্ব প্রতিবেদক।।রাঙ্গামাটি।।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হবে আগামী ১ লা সেপ্টেম্বর হতে। ২য় দফায় আরো ২৩ দিন বাড়িয়ে ৩০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। আগামী ১ লা সেপ্টেম্বর মধ্যরাত হতে জেলেরা মৎস্য আহরণ শুরু করতে পারবেন।
বৃহস্পতিবার ( ৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ সার্বিক দিক বিবেচনা করে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্তে সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফডিসি'র ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ,বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার,ব্যবসায়ী' সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবছর কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রকৃতি প্রজনন ও বংশ বিস্তারের জন্য ১ লা মে হতে ৩১ জুলাই পর্যন্ত ৩ মাস মাছ শিকার বন্ধ থাকে। এবার ১ মাস বাড়িয়ে ৩০ আগস্ট করা হলে ১লা সেপ্টেম্বর মধ্যরাত হতে মাছ শিকার শুরু হবে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com