।।রাঙ্গামাটি প্রতিনিধি।।
কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানির নীচে তলিয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত দু’জন হলো অর্ণব চৌধুরী(১৫) ও এডিশন সাহা (১৬)।
এই ঘটনায় গুরুত্বর আহত শিবম দাশ গুপ্ত নামের আরো একজনকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। হতাহত তিনজনই বন্ধু বলে জানাগেছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে তিন কিশোর বন্ধু রাঙামাটি শহরের তবলছড়িস্থ ভূট্টোর স’মিলের সামনের সিঁড়ি ঘাটে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানির নীচে তলিয়ে যায়।
এসময় স্থানীয়রা বিষয়টি দেখেই তিনজনকে খোঁজতে পানিতে নেমে পড়ে। ঘন্টা খানেকের মধ্যেই তিনজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণব চৌধুরী ও এডিশন সাহাকে মৃত ঘোষণা করেন। এসময় মুমুর্ষ অবস্থায় শিবম দাশ গুপ্তকে চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করে।
জানাগেছে, মারা যাওয়া অর্ণব চৌধুরী রাঙামাটি শহরের তবলছড়িস্থ ৪নং ওয়ার্ডের মাষ্টার কলোনীর মৃত বাবুল চৌধুরীর সন্তান। আর এডিশন সাহা আর্ট কাউন্সিল কলোনীর অমিত সাহার সন্তান। এছাড়াও আহত শিবম দাশ গুপ্ত ৩নং ওয়ার্ডের জেল রোড এলাকার নয়ন দাশের সন্তান।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com