

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বান্দরবানের আলীকদম উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে প্রথমে আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তার গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে আলীকদম বাজারে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে আলীকদমের সর্বস্তরের জনগণ, ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নৃশংস ও বর্বর উল্লেখ করে বলেন, এই হত্যাকাণ্ড সমাজে ভয় ও অস্থিরতা সৃষ্টি করেছে।
বিক্ষোভকারীরা হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তব্যে রেড জুলাইয়ের ছাত্র প্রতিনিধি আরফাতুল ইসলাম বলেন, ওসমান হাদি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর ও নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার নেতা। তার হত্যার মাধ্যমে সত্য ও ন্যায়ের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রয়োজনে অল্প সংখ্যক মানুষ নিয়েই আলীকদমে ইনকিলাব মঞ্চ গড়ে তোলার ঘোষণা দেন তিনি। বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com