

দহেন বিকাশ ত্রিপুরা।।খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন করা হয়েছে নতুন আধুনিক ভবন। প্রায় ৬ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উদ্বোধন করেন ভবনটির। উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়রপার্সন জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তার বক্তব্যে বলেন, "এই নতুন ভবন শুধুমাত্র খাগড়াছড়ি জেলার মানুষের জন্য। এটি আমাদের কাঠামোগত উন্নয়নের অংশ। ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আরও উন্নয়ন সম্ভব। আমরা জানি, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা দেশের ৪৪% অক্সিজেন উৎপন্ন করে, যা একটি বড় অবদান। তাই আমাদের উন্নয়ন আরও গতিশীল হতে হবে।" তিনি আরও বলেন, "কোয়ালিটি এডুকেশন ও মানুষের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে হবে, যাতে তারা ভালো কাজ করতে পারে।"
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়রপার্সন জিরুনা ত্রিপুরা আশা প্রকাশ করেন যে, নতুন ভবন উদ্বোধনের ফলে পরিষদের সদস্যদের জন্য কক্ষ সংকট এবং সেবা গ্রহীতাদের জন্য বসে থাকার কক্ষ সংকট কিছুটা হলেও দূর হবে।
নতুন ভবনের উদ্বোধন জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে এবং এতে খাগড়াছড়ি জেলার জনগণ আরও উন্নত সেবা পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com