
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানের লামা-আলীকদম ও থানচি উপজেলায় এসেছেন দলটির নেতা সারজিস আলম সস্ত্রীক বলে পুলিশ জানতে পেরেছে।এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম স্ত্রীকে নিয়ে লামা উপজেলার প্রবেশমুখ ইয়াংছা চেকপোস্ট সকাল ৯টা ৮ মিনিটে অতিক্রম করেন বলে সেখানকার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে সারজিস আলম প্রথমে বান্দরবানে লামায় যান। সেখান থেকে আলীকদম ও থানচি সফর করেন। দুপুরের দিকে তিনি ও তার স্ত্রী থানচি থেকে বান্দরবান শহরের দিকে রওনা দেন বলে পুলিশ ও এনসিপির স্থানীয় নেতা জানিয়েছেন।
আজ সকালে কক্সবাজারের সাংবাদিকরা জানতে পারেন, এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম ও তার স্ত্রী হোটেল ছেড়েছেন। তারা কক্সবাজারের বাইরে গেছেন এমন খবরও ছড়িয়ে পড়ে। পরে সাংবাদিকরা খোঁজ-খবর নেওয়া শুরু করেন।
এর মধ্যে গোপন তথ্যর ভিত্তিতে সকাল সাড়ে ৯ঘটিকার সময় সারজিস আলম ও তার স্ত্রীর লামায় পৌঁছার খবর জানতে পারেন বলে জানান এনসিপির স্থানীয় এক নেতা।
এনসিপির বান্দরবান জেলার কমিটির যুগ্ম সম্পাদক পদধারী এই নেতা বলেন, “উনি (সারজিস আলম) বান্দরবান জেলা সফর করবেন এরকম কোনো তথ্য আমাদের জানানো হয়নি। পরে জানতে পারি, উনি লামা ও আলীকদম উপজেলা ভ্রমণ করেছেন।এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে থানচিতেও গিয়েছেন।
“দুপুরে যখন থানচি থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবেন তখনই গোয়েন্দাদের মাধ্যমে উনার বান্দরবানের আসার খবর পাই। এর আগে আমরা কেউ জানতাম না।”
বান্দরবানে পৌঁছে জেলার এনসিপি নেতাদের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ হবে কি-না জানতে চাইলে ওই নেতা বলেন, “যদ্দুর জানি, এটা উনার ব্যক্তিগত সফর। শুনলাম, তিনি একাই এসেছেন। বান্দরবান হয়ে হয়ত চট্টগ্রাম বা ঢাকা কোথাও চলে যাবেন।
“জেলায় দলের নির্ধারিত কোনো কর্মসূচিও ছিল না। আমাদেরকে যেহেতু জানানো হয়নি, আমরাও আগ বাড়িয়ে আর খবর নিতে যাইনি।”
এ বিষয়ে এনসিপি জেলা কমিটির আরেক সদস্য বলেন, “আজকে দুপুরে আমাদের একটা বৈঠক ছিল। সেখানেও সারজিস আলমের ভ্রমণের বিষয়টি ওঠেনি। যেহেতু আমাদের কাউকে জানানো হয়নি। সে কারণে তার এই ভ্রমণ ব্যক্তিগত হিসেবে নিয়েছি।”
এ ব্যাপারে এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, “লামায় তাদের (সারজিস আলম) কোনো কর্মসূচি ছিল না। তারা এসেছেন শুনেছি। লামা প্রবেশমুখে ইয়াংছা চেকপোস্টে তারা সকাল ৯টা ৮ মিনিটে ক্রস করেছেন। শুনলাম, আলীকদমের দিকে চলে গেছেন।
থানচি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, “সারজিস আলম থানচি আসছেন বলে শুনেছি। তবে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এর বাইরে তারা কখন আসছেন, কখন গেছেন আমরা জানি না।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com