।। উবাসিং মারমা, রুমা।।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রাম আদালতে সরকারি পক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে রুমা উপজেলা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে রুমা উপজেলার ছাত্র জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে রুমা উপজেলা বাজারে বিভিন্ন এলাকা থেকে সাধারন মুসল্লিরা একে একে রুমা কেন্দ্রীয় মসজিদে এসে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে শত শত মুসল্লিদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রুমা বাজার এরিয়ায় প্রধান প্রধান সড়ক প্রদদক্ষিণ করে সমাবেশ করে বিক্ষুব্ধ জনতা।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ইসকন সংগঠনকে লালন পালন করে আসছে। স্বৈরশাসকদের পূণরায় ক্ষমতায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারা একজন মুসলমান আইনজীবীকে পরিকল্পিত ভাবে হত্যার করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা আইনজীবী হত্যা করেছে তাদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, নাইম হোসেন, সদস্য মুসলিম ঐক্য পরিষদ, রিদুয়ানুল হক, সদস্য মুসলিম ঐক্য পরিষদ,মোক্তার কামাল যুগ্ন সাধারণ সম্পাদক রুমা উপজেলা বি এন পি,আবু হানিফ নোমানীপ্রধান শিক্ষক জাবালুল কোরআন মাদ্রাসা,মাওলানা হুজাইফা মাহমুদ, খুতিব রুমা কেন্দ্রিয় জামে মসজিদ,জনাব খলিলুর রহমান, সভাপতি বাংলাদেশ জামায়েত ইসলামি রুমা উপজেলা শাখা উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com