ডেক্স রিপোর্ট।।
চলতি বছরের মতো এ বছরেও কয়েক দফা বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে ভোগতে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। প্রথম দিনে বাংলা প্রথম পত্র সুশৃঙ্খলভাবেভাবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে পরীক্ষার্থীরা। সাঙ্গু সরকারি কলেজ সূত্রে জানা গেছে, এ বছরে মোট পরীক্ষার্থী সংখ্যা ৫৯জন। পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করেছে ৫৩জন ও অনুপস্থিত সংখ্যা ৬জন।
মঙ্গলবার (২ জুলাই) দ্বিতীয় দিনের মতো এইচএসসি ও সমমান পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হচ্ছে। এ সময় পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শনে আসেন রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। এসময় তিনি বলেন, যেহেতু বর্ষা মৌসুম। সেক্ষেত্রে ভোগান্তি এড়াতে পরীক্ষার্থীদের সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে হবে,যেন সব পরীক্ষায় ভালো করে দিতে পারে।
রুমা সাঙ্গু সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মার্মা'র সাথে সোমবার রাতে কথা হলে তিনি বলেন, যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই পরীক্ষার্থীদের সময় হাতে নিয়ে বের হওয়া উচিত হবে। তারপরও কেউ যদি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কেন্দ্রে দেরিতে পৌঁছে, তাকে সময় সমন্বয় করে পুরো সময়ে পরীক্ষা দিতে সুযোগ দেওয়া হবে। সেই বিষয়ে আমরা আলাপ করেছি।
এদিকে কয়েকদিন টানা বৃষ্টিপাতের আভাস থাকায় এইচএসসি পরীক্ষা নেয়ার ক্ষেত্রে কেন্দ্রের কর্মকর্তাদের কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। তাতে প্রয়োজনে দেরিতে পরীক্ষা শুরু করে সময় আধাঘণ্টা বা এক ঘণ্টা সমন্ব করতে বলা হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com