

ডেক্স রিপোর্ট:
বান্দরবানে রুমা উপজেলার ২নং সদর ইউনিয়নের কোলাদি পাড়ার প্রতিভাবান জিমন্যাস্টিকস খেলোয়াড় উটিংওয়ং মারমা, পিতা প্রুসানু মারমা। তিনি বর্তমানে কোয়ান্টাম স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং খুব অল্প বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গর্ব হয়ে উঠেছেন।
উটিংওয়ং মারমা ইতোমধ্যে ফিলিপাইন, কোরিয়া, সিঙ্গাপুর ও চায়না—এই চারটি দেশে জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক মঞ্চে তাঁর পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়।
ফিলিপাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৭৪টি দেশের ৩ জন করে মোট ২২২ জন প্রতিযোগীর মধ্যে উটিংওয়ং মারমা অর্জন করেন ২১তম স্থান।
কোরিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি অর্জন করেন ১১তম স্থান।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি দু’বার প্রথম স্থান অর্জন করে দেশকে গৌরবান্বিত করেন।
জিমন্যাস্টিকস খেলায় দক্ষতা, নিষ্ঠা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে উটিংওয়ং মারমা আজ দেশ-বিদেশে পরিচিত এক উদীয়মান প্রতিভা। তাঁর এ অর্জন শুধু রুমা উপজেলাই নয়, পুরো বান্দরবান ও বাংলাদেশকে গর্বিত করেছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com