সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবানের আলীকদমে উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসহায়, দুঃস্থ রোগী ও ভারসাম্যহীন ভবঘুর মানুষের মাঝে রান্না করা খাবার এবং পানি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় এগুলো বিতরণ করা হয়। চিকিৎসাধীন সকল রোগীদের খোঁজ খবর নেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুরুচ্ছাফা ভূঁইয়া বাবু।
এ সময় উপস্থিত ছিলেন,আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ হাসান,উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ আতাউল্লাহ,আলীকদম সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত,২নং চৈক্ষ্যং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান হোসেন বাবুল, ৩নং নয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন ফাহিমসহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডাক্তার মোঃ হাসান বলেন,ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছি কারণ হাসপাতালে ভর্তি অনেক অসহায় ও দরিদ্র রোগী আছে। তাদের কে আপনার দেখতে এসেছেন এবং রোগীদের খোঁজ খবর রাখার জন্য।
খাবার বিতরণের সময় আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুসাফা ভূঁইয়া বাবু জানান, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে মানবিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ (সা.) এর জন্ম দিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খোঁজ খবর নিতে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এসেছি এবং পাশাপাশি তাদের মাঝে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আলীকদম উপজেলা ছাত্রদল সব সময়ই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিগত দিনে হাসপাতালে রোগীদের খাবার বিতরণ ও তাদের সার্বিক খোঁজ খবর রেখেছি। তারই ধারাবাহিকতায় আজ ঈদে মিলাদুন্নবী দিন স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত রোগীদের সাথে কুশল বিনিময় করি এবং ভারসাম্যহীন ভবঘুরে মানুষের মাঝেও রান্না করা খাবার এবং পানি বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com